ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের অনৈক্যের বহিঃপ্রকাশ অলি : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 10:27 pm | June 28, 2019

নিজস্ব প্র‌তি‌বেদক, কালের আলো:

ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে আর ঐক্য নেই উল্লেখ্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আর তাদের মধ্যে যে ঐক্য নাই, সেটির বহিঃপ্রকাশ হচ্ছে কর্নেল অলি আহমদের আলাদা জোট গঠন করা।’

শুক্রবার(২৮ জুন) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সাথে অনৈক্য প্রকাশ করায় এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদকে আমার অভিনন্দন। তবে এখন তিনি কোথায় আছেন সে প্রশ্ন থেকে যায়। তিনি কি নিজে ঘোষিত জোটের নেতা হিসেবে আছেন, নাকি ২০ দলীয় জোটের নেতা হিসেবে আছেন, নাকি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন- রাজনীতির মাঠে এটা একটা বড় প্রশ্ন । আশা করি তিনি তার পরিচয় জনগণের সামনে তুলে ধরবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান রাজনীতিবিদদের কেনা-বেচার হাট বসিয়ে বিএনপি গঠন করেছেন। সেই হাটে যারা বিক্রিত হয়েছিলেন তাদের মাঝে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছেন। সে কারণে দেখতে পাচ্ছি বিএনপি অফিসে ১০ জুন থেকে বিক্ষোভ চলছে। ১৮ দিনের বেশি সময় ধরে নিজেদের অফিস যেখানে সাধারণ কর্মীরা অবরুদ্ধ করে রেখেছে, তারা নাকি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে!’

‘যারা নিজেদের কর্মীদের তুষ্ট করতে পারেননা, শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন না, তারা দেশের মানুষকে কীভাবে খুশি রাখবেন এবং দেশ কীভাবে পরিচালনা করবেন?’ প্রশ্ন রাখেন ড. হাছান।

মন্ত্রী বলেন, ‘যেখানে রাজনীতির জন্য আমাদের পূর্বসুরিরা জীবন দিয়েছেন সেখানে আজকে আমরা সামান্য স্বার্থ ত্যাগ করতে পারি না।’

দলের মধ্যে লেখাপড়া ও আদর্শের চর্চা করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাস, দলের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের সঙ্গে বিএনপির পার্থক্য সেখানেই আমরা দলের সাধারণ সমর্থক ও কর্মীরা মনে করি আমাদের প্রথম পরিচয় বাঙালি তারপর দ্বিতীয় পরিচয় হচ্ছে কে মুসলমান, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান। আর যারা বিএনপি করেন তাদের প্রথম পরিচয় মুসলমান, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ। দ্বিতীয় পরিচয় হচ্ছে তারা বাংলাদেশি নাকি বাঙালি তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকেন। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের মূল পার্থক্য।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

কালের আলো/এআর/এমএম