এসপিকে উপহার দেওয়া খেলার জার্সিতে ঘুষের টাকা, ধরা পড়লো নুরুল
প্রকাশিতঃ 8:04 pm | June 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
সপ্তাহ খানেক আগের ঘটনা। নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিনকে খেলার জার্সি উপহার দিলেন নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি। সেই রাতেই নিজ বাসায় জার্সির ভেতরে টেপদিয়ে মোড়ানো একটি প্যাকেট ও বায়োডাটা দেখতে পান তিনি।
এরপর বৃহস্পতিবার (২৭ জুন) আবারো ওই ব্যক্তি এসপিকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তাকে অফিসে আসার অনুমতি দেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অপরাধে আটক করা হয়। মূলত পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে অভিনব এ ঘুষের কান্ড ঘটিয়েছেন নুরুল ইসলাম নামের ওই ব্যক্তি।
শুক্রবার (২৮ জুন) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন। এ সময় তিনি টেবিলে ঘুষের এক হাজার টাকার নোটের পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোটের দুই লাখ টাকা উপস্থাপন করেন। একই সঙ্গে তাঁর কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলেও জানান এসপি।
সংবাদ সম্মেলনে এসপি জসিম উদ্দিন জানান, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির ভেতরে টেপদিয়ে মোড়ানো একটি প্যাকেট ও বায়োডাটা।
বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অপরাধে আটক করা হয়।
কালের আলো/এসআর/এএ