যুগ্মসচিব পদোন্নতি পাওয়া ১২ আমলাকে ডিসি পদে পুনর্বহাল
প্রকাশিতঃ 4:26 pm | June 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
পাঁচ দিন আগে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া ১২ সরকারি কর্মকর্তাকে তাদের আগের পদ ও কর্মস্থলে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) করেছে সরকার। এর ফলে এই ১২ আমলা এর আগে যেসব জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন, তারা সেসব জেলাতেই ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৬ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জে, যুগ্ম-সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে গোপালগঞ্জে, যুগ্ম-সচিব বেগম উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর, যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে গাজীপুরে, যুগ্ম-সচিব বেগম কামরুন নাহার সিদ্দিকাকে সিরাজগঞ্জে,
যুগ্ম-সচিব বেগম শায়লা ফারজানাকে মুন্সিগঞ্জে, যুগ্ম-সচিব মো. শওকত আলীকে রাজবাড়ীতে, যুগ্ম-সচিব তপন কুমার বিশ্বাসকে বাগেরহাটে, যুগ্ম-সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে,
যুগ্ম-সচিব মো. আব্দুল আওয়ালকে যশোরে, যুগ্ম-সচিব মো. তোফায়েল ইসলামকে মৌলভীবাজারে এবং যুগ্ম-সচিব এনামুল হাবিবকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে উল্লেখ করা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তারা (যুগ্মসচিব) পদোন্নতির ঠিক আগে যে যে জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ইনসিটু পদায়ন করা হলো।
কালের আলো/আরএম/এমএম