দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

প্রকাশিতঃ 6:41 pm | June 04, 2019

কালের আলো ডেস্ক:

চাঁদ দেখা ও অবস্থানগত কারনে বাংলাদেশের একদিন আগে ঈদ পালন করে সৌদি-মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলো। মঙ্গলবার (০৪ জুন) ঈদ পালন হচ্ছে বিশ্বকাপের দেশ ইংল্যান্ডেও।

লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও পবিত্র ঈদুল ফিতর পালন করেছন।

দেশ থেকে দূরে থাকলেও একাধিক ক্রিকেটারের পরিবারের সদস্যরা পৌঁছেছেন ইংল্যান্ডে। মাশরাফি বিন মর্তুজা-সাকিব আল হাসানের পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে।

প্রথমে ঈদের নামাজে যাওয়া নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। কারন নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশ ক্রিকেটের লোগো সম্বলিত বাস নিয়ে বের হতে দেয়নি। তবে পরবর্তীতে গাড়ি ও মাইক্রোবাসে সকাল ১১টার দিকে হোটেলের কাছের মসজিদে নামাজ আদায় করেন ক্রিকেটাররা।

নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদের আনন্দ ভাগ করেছেন খেলোয়াড়রা। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম নিজের হাস্যোজ্জ্বল ছবি আপলোড করেছেন।

এছাড়া সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির আহমেদও স্বপরিবারে ছবি আপলোড করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কালের আলো/পিডি/ওএম