প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে, নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন

প্রকাশিতঃ 6:20 pm | June 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হওয়ার পর এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে ঈদ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পরিবারের সান্নিধ্যেই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা ও সরকারের মন্ত্রীরা ঢাকার বাইরে ঈদ করবেন।

নিজ নিজ এলাকায় তাঁরা দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আর ঢাকায় থাকা দলীয় নেতারা যাবেন বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবার ঈদ করবেন ঢাকায়। শারীরিক অসুস্থতার কারণেই নিজ নির্বাচনী এলাকার বদলে ঢাকায় অবস্থান করবেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উদযাপন করবেন ঢাকায়। ঈদের দিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঢাকায়, সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঢাকায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায়, লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি ঢাকায়, কাজী জাফর উল্ল্যাহ ফরিদপুর, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঢাকায়, অ্যাডভোকেট সাহারা খাতুন ঢাকায় ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ঈদ করবেন কুমিল্লায়।

গোপালগঞ্জ-১ (মকসুদপুর-কাশিয়ানী) থেকে টানা ৫ বার নির্বাচিত সংসদ সদস্য লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান রমজান মাসেই দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার ও জাকাতের আনুসাঙ্গিক কার্যক্রম শেষ করে এসেছেন।

সাবেক বাণিজ্য মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এ সভাপতি ক্যান্টনমেন্টের ভেতর আল্লাহু মসজিদের পাশে ঈদগাহে ঈদের নামাজ শেষে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদে সময় কাটাবেন।

তাদের সঙ্গে মেতে উঠবেন ঈদের আনন্দে। এরপর বিকেল থেকেই বাসায় আসা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করবেন। এ সময় সেমাই, ফিরনিসহ তিন আইটেমের আপ্যায়ন করবেন তাদের।

দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মধ্যে মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আব্দুর রহমান দেশের বাইরে রয়েছেন। তবে জাহাঙ্গীর কবির নানক ঢাকায়, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম,

সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুর, শিক্ষা-উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল চট্টগ্রামে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট, আহমদ হোসেন নেত্রকোণায় ঈদ উদযাপন করবেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকায়, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লায়, আইনমন্ত্রী আনিসুল হক দেশের বাইরে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকায়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকায়, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ,

শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন নরসিংদী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকায়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁয়, সমাজকল্যাণ মন্ত্রী নরুজ্জামান আহমেদ লালমনিরহাটে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ চট্টগ্রামে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায়, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরে ঈদ করবেন।

এর আগে সোমবার (০৩ জুন) বিকেলে ত্রিদেশীয় সফরের শেষে ৫ দিনের সরকারি সফরে ফিনল্যান্ড পৌঁছেন প্রধানমন্ত্রী।

তিনি সৌদি আরবে তিন দিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় রাত ১ টা ৩০ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

ফিনল্যান্ডে সফরকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করবেন। আগামী ৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ফিনল্যান্ড ত্যাগ করবেন।

কালের আলো/এমএইচএ/এএ