ঝড়ের কবলে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পীডবোড

প্রকাশিতঃ 10:58 pm | June 02, 2019

কালের আলো প্রতিবেদক:

বরিশালের নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে ঝড়ের কবলে পড়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।

রোববার(২ জুন) কীর্তনখোলায় প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বহনকারী সীবোট (স্পিডবোট) ঝড়ের কবলে পড়লে কিছুক্ষণ নদীর তীরে সেটি থামিয়ে রাখা হয়।

স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বেশ কয়েকজন দু’টি সীবোটে করে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান।

মাঝপথে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে নদীও উত্তাল হয়ে ওঠে। এ সময় বেশ কিছু সময় সীবোট দু’টি নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে থামিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর, চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে যাত্রা শুরু করলে আবারো বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী সীবোট।

পরে, বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

জাহিদ ফারুক শামীমের এপিএস শফিকুল ইসলাম পিন্টু সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী সীবোট ঝড়ের কবলে পড়লেও কারো কোনো ক্ষতি হয়নি। সীবোটটি দুপুর ১টার দিকে ঘাটে আসলে, তিনি সেখান থেকে গাড়িযোগে পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।

কালের আলো/এনএ/এমএম