খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিতঃ 11:23 am | October 04, 2025

খাগড়াছড়ি প্রতিবেদক, কালের আলো:

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষিত ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে এক প্রেস বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবার প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়।

গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের মিথ্যা অভিযোগে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। যদিও মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পায়নি তিন সদস্যের চিকিৎসক দল। তবে এ ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা সহিংসতায় নিহত হয় তিনজন, আহত হয় অর্ধশতাধিক।

কালের আলো/এসআর/এএএন