হঠাৎ অসুস্থ অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক, নেওয়া হলো হাসপাতালে

প্রকাশিতঃ 11:12 am | September 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণের মাঝেই অমর একুশে হলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী অর্ক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা দ্রুত রিকশা যোগে তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এবারের নির্বাচনে ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন। ডাকসুতে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে ভোট হচ্ছে, যেখানে ১ হাজার ৩৫ জন প্রার্থী লড়াই করছেন। ফলে ভোটারদের মোট ৪১টি ভোট দিতে হবে।

নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশগ্রহণ করছে। এছাড়া কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। প্রধান প্যানেলগুলোর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন। প্রতিটি প্যানেলে বিভিন্ন পদে প্রার্থীরা লড়াই করছেন।

ভিপি পদে আবিদুল ইসলাম খান (ছাত্রদল), আবু সাদিক কায়েম (ছাত্রশিবির), আব্দুল কাদের (বাগছাস), শেখ তাসনীম আফরোজ ইমি (প্রতিরোধ পর্ষদ), নাইম হাসান হৃদয় (অপরাজেয় ৭১-অদম্য ২৪), বিন ইয়ামিন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ) এবং শামীম হোসেন (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। জিএস ও এজিএস পদেও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।

কালের আলো/এসআর/এএএন