বিচার হবে আইনের মাধ্যমে, মব জাস্টিসে নয়: রিজভী

প্রকাশিতঃ 3:27 pm | June 24, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

যে যত বড় অপরাধীই হোক না কেন, তার বিচার আইনের মাধ্যমে হবে, মব জাস্টিসের মাধ্যমে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি এবং তার দল মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার বিচার সমর্থন করেন না বলেও মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ‘গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সকল নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক, বিচার হবে আইনের মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়।’রিজভী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ‘দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে।’

এই অবস্থায় স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এর আগে সোমবার (২৩ জুন) দেওয়া এক বক্তব্যে সাবেক নিবাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে আদালতে যারা অসদাচরণ করেন, তাদের বিচার দাবি করেন রিজভী।

কালের আলো/এমডিএইচ