ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, ১০ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
প্রকাশিতঃ 1:44 pm | June 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এস আলম গ্রুপকে নিয়মবহির্ভূত ঋণ দিয়ে দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার সঙ্গে জড়িত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০ শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এসব কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।
দুদকের আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে অভিযুক্তরা দেশ ছাড়ার চেষ্টা করছেন। তারা যদি বিদেশে যেতে পারেন, তাহলে তদন্ত বাধাগ্রস্ত হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকানো হতে পারে।
নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তারা হলেন— মোহাম্মদ মনিরুল মাওলা (সাবেক এমডি ও সিইও), মোহাম্মদ মিফতাহ উদ্দিন (সাবেক উপব্যবস্থাপনা পরিচালক), মোহাম্মদ ইহসানুল ইসলাম (সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট), মোহাম্মদ সিরাজুল কবির (সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), মুহাম্মদ কায়সার আলী (সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক), তাহের আহমেদ চৌধুরী (সাবেক পরিচালক ও এস আলম গ্রুপের ঘনিষ্ঠ), মোহাম্মদ মোস্তাক আহমেদ (সাবেক সিনিয়র অফিসার), হোসেন মোহাম্মদ ফয়সাল (সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট), আহমেদ জুবায়েতুল হক (সাবেক পরিচালক) ও এস এম তানভির হাসান (সাবেক পরিচালক ও এস আলম গ্রুপের প্রতিনিধি)।
দুদক সূত্র জানায়, এই কর্মকর্তারা এস আলম গ্রুপের স্বার্থে অনেক অনিয়ম করে ঋণ বিতরণে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, ঋণের বড় অংশ ‘কাগজে প্রকল্প’ দেখিয়ে অনুমোদন দেওয়া হয়েছিল। পরে এই অর্থ দেশ থেকে পাচার করা হয়।
দুদক জানিয়েছে, তারা অনুমোদন নিয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করেছে। ইতোমধ্যে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বহু বছর ধরেই শরিয়াহভিত্তিক ব্যাংকিং করছে, ২০২২ সালের পর ব্যাংকের পরিচালনা ও শেয়ারহোল্ডিং কাঠামোতে বড় পরিবর্তন আসে। এরপর ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর থেকেই একের পর এক অস্বাভাবিক ঋণ বিতরণের অভিযোগ বেড়েছে।
কালের আলো/এমডিএইচ