হরমুজ প্রণালি এড়িয়ে গেলো তেল-কেমিক্যালবাহী ৩ জাহাজ

প্রকাশিতঃ 7:26 pm | June 23, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধের শঙ্কায় উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হরমুজ প্রণালি এড়িয়ে চলেছে তিনটি তেল ও কেমিক্যালবাহী ট্যাংকার। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিকের’ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

মেরিন ট্রাফিক বলছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘মেরি সি’ ও পানামার পতাকাবাহী ‘রেড রুবি’ নামের দুটি ট্যাংকার প্রণালির দিকে অগ্রসর হয়েও গন্তব্য পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাত উপকূলের ফুজাইরাহ অঞ্চলের কাছে নোঙর ফেলেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের পতাকাবাহী ‘কোহজান মারু’ ট্যাংকারটি হরমুজ প্রণালির মুখে না গিয়ে ওমান উপসাগরে ওমানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে বলে দেখা গেছে।

এই ট্যাংকারগুলোর চলাচলে হঠাৎ এ ধরনের পরিবর্তন এলো, যখন ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। যদিও এ ধরনের সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষমতা রয়েছে কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালির মাধ্যমে। সেখানে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল জাজিরা

কালের আলো/এএএন