ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে: খামেনি
প্রকাশিতঃ 11:12 am | June 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক ভিডিও’র ক্যাপসনে তিনি এমন মন্তব্য করেন।
শুক্রবার (২০ জুন) ভোররাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
খামেনির শেয়ার করা এক মিনিট চার সেকেন্ডের ভিডিও’র শুরুতেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য দেখা যায়। এর ক্যাপসনে লেখা হয়েছে, ‘গাজায় জায়নবাদীদের গণহত্যায় ৬০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।’
এরপর দেখানো হয়েছে ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসের চিত্র। এর ক্যাপসনে বলা হয়, ‘জায়নবাদীদের হামলার প্রতিবাদে ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ববাসীর উল্লাস।’
এরপর ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতার দৃশ্য দেখানো হয় ভিডিওতে।
কালের আলো/এএএন