বৈঠকে বসছেন ট্রাম্প, ইরান নিয়ে আসতে পারে বড় ঘোষণা

প্রকাশিতঃ 10:27 pm | June 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ জুন) হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বৈঠকটি হবে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিরাপত্তা দলের সদস্যরা হোয়াইট হাউজে আসা শুরু করেছেন। যারমধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পেটে গেজসেথ, গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র‌্যাটক্লিফ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ইতিমধ্যে হোয়াইট হাউজে এসে পৌঁছেছেন।

সিএনএন জানিয়েছে, বৈঠকটি একটি সাধারণ ‘গোয়েন্দা ব্রিফিং’ হলেও। তবে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে ট্রাম্প ও তার নিরাপত্তা দলের মধ্যে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে।

অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানিয়েছে, আজকের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরান নিয়ে বড় ঘোষণা দিতে পারেন।

এদিকে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে গত সপ্তাহে যুদ্ধ শুরু হয়। এরমধ্যে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি জড়িত হতে পারে।

সূত্র: সিএনএন, এক্সপ্রেস ইউকে

কালের আলো/এসএকে