বিশ্বকাপ স্কোয়াডের ফটোসেশনে সাকিবের না আসার কারন কি?

প্রকাশিতঃ 8:58 pm | April 29, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। সেই সেরার সুবাধে তিনি বাংলাদেশের বাইরে বড় বড় লীগে খেলারও সুযোগ পান। তার খ্যাতি সারা বিশ্বজুড়ে। তিনি বাংলাদেশের অপরিহার্য খেলোয়ার। কিন্তু এই সুযোগেই কি তিনি এমন করেছেন? তিনি যে কোন সময় যে কোন কাণ্ড ঘটাতে পারবেন? আবার সেটা মাফ করতেও হবে? তিনি বাংলাদেশের অপরিহার্য ক্রিকেটার বলেই কি এমন সুযোগ নিচ্ছেন?

সাকিব আল হাসান আইপিএল থেকে দেশে ফিরেছেন গতকাল। যা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু আজ বিশ্বকাপগামী দলের ফটোসেশনে তিনি ছিলেন অনুপস্থিত। সাকিব কেন নেই বিশ্বকাপের ফটোসেশনে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠলো সংবাদ সম্মেলনে। বিশ্বকাপে বাংলাদেশ কোন জার্সি পরে খেলবে সেটি দেখতে সবার মধ্যে কৌতূহল ছিলো। ফটোসেশনে বিশ্বকাপ দলের প্রায় সবাইকে দেখা গেল, ছিলেন না শুধু সাকিব আল হাসান।

সাকিব যে ছিলেন না এই প্রশ্নের উত্তর দিতে টেনশনে পড়ে গিয়েছিলের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

তিনি বলেন,‘দুঃখজনক, আর কী বলব? এটা দুঃখজনক, যেহেতু দলের ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি এখানে যখন ঢুকি, তখন তাকে ফোন করেছিলাম, কোথায় তুমি? বলল, “আমি তো চলে এসেছি (দেশে)।’’ ও যে এসেছে সেটাও জানি না, পত্রিকায় পড়েছি।

পরে বলল, ‘রাতে আপনার বাসায় আসবো।’ বলেছি, এখন একটু দেখা হোক। বলল, ‘আমি তো বেরিয়ে গেছি।’ জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে, ফটোসেশনে সবাই একসঙ্গে থাকবে। আমরা আশা করেছিলাম কিন্তু সে নাই।’

সাকিবকে আজ সবার মিস করতে হয়েছে খুব। সবাই সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে সাকিবকে পেলে ভালোই হতো। কিন্তু সাকিবের এই না আসা যেন নতুন কোন প্রশ্নের উঁকি দেয়। কেন তার এমন অবহেলা! সাকিবের এই না আসাটা বিরক্ত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকেও। সাকিবের এমন কাণ্ডে বিরক্ত ছিলেন সবাই। এখন প্রশ্ন উঠেছে সবার সঙ্গে এমন মুহূর্ত সাকিবই মিস করলো কিনা। আর পরশু যখন দল দেশ ছাড়বে, তখনও একই সঙ্গে সাকিব যাচ্ছেন কিনা সেটাও প্রশ্ন রয়ে যায়।

কালের আলো/এমএইচএ