শ্রীলংকায় নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
প্রকাশিতঃ 10:55 pm | April 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শ্রীলংকায় দুটি গির্জায় বোমা হামলাসহ সকল ধরনের নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে ময়মনসিংহের শ্রেণিপেশার মানুষ।
সোমবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী নজরুল ইসলাম চুন্নু, সুজনের মহানগর শাখার সম্পাদক কবি আলী ইউসুফ, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিরা বেগম অনু প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদী উগ্রবাদী জাতীয়তাবাদী বর্ণবাদ মানুষকে প্রকৃত ধর্মের শত্রু ও মানবতার শত্রু অমানুষ বানায়। যারা উগ্রপ্রন্থী তারা কোন ধর্মের হতে পারে না। যারা সন্ত্রাসী তাদের কোন জাত নাই, ধর্ম নাই, বিবেক নাই ও মানবতা নাই।
কালের আলো/ওএইচ