ভোটার হিসেবে চূড়ান্ত ১৯ হাজার প্রবাসী
প্রকাশিতঃ 5:49 pm | May 19, 2025

কালের আলো রিপোর্ট:
প্রবাসে থাকা বাংলাদেশিদেরকে ভোটার করার ক্ষেত্রে বেশ অগ্রগতিও অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ১৯ হাজারের বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তদন্তাধীন রয়েছে আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন।
সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। গণমাধ্যমকে তিনি জানান, সাতটি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯ হাজারের বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ প্রবাসে ভোটার কার্যক্রম চলমান রয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে জানা গেছে, এ পর্যন্ত ভোটার হওয়ার জন্য অনুমোদন পেয়েছে ১৯ হাজার ২৮৬টি আবেদন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ১১ হাজার ১২৩ জন। জানা গেছে, সাতটি দেশ থেকে ১৭ মে পর্যন্ত মোট আবেদন করেছেন ৪৫ হাজার ১৮৪ জন প্রবাসী। এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১ হাজার ৮৮৯টি আবেদন।
দেশভিত্তিক আবেদন ও অনুমোদনের সংখ্যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭টি আবেদন, অনুমোদন ১০ হাজার ৬২৭টি। সৌদি আরবে ৩ হাজার ৫৫৪টি আবেদন, অনুমোদন ১ হাজার ৭৪টি। যুক্তরাজ্যে ৮ হাজার ৫২৯টি আবেদন, অনুমোদন ৩ হাজার ৯৯টি। ইতালিতে ৬ হাজার ৩৭২টি আবেদন, অনুমোদন ১ হাজার ৮৪৪টি। কুয়েতে ৩ হাজার ৮৭২টি আবেদন, অনুমোদন ১ হাজার ৩৮টি। কাতারে ২ হাজার ৮৩২টি আবেদন, অনুমোদন ৯৪৪টি। মালয়েশিয়ায় ৯৪৮টি আবেদন, অনুমোদন ২৬০টি।
এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম উদ্বোধন হয়েছে; দেশ দুটি থেকে আসা আবেদনের তথ্য এখনও একীভূত করা হয়নি। বিদেশে বসে ভোটার হওয়ার জন্য প্রবাসীদের জন্য চারটি তথ্য বাধ্যতামূলক: ক। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক)) খ। মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট গ। অনলাইন জন্ম নিবন্ধন ঘ। পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এগুলো বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে।
নির্বাচন কমিশন ৪০টি দেশের প্রবাসীদের নিজ নিজ দেশেই ভোটার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরই মধ্যে ৯টি দেশে কার্যক্রম চলছে। ডিসেম্বর নাগাদ আরও ১০ থেকে ১২টি দেশে এই কার্যক্রম শুরু করতে চায় কমিশন।
কালের আলো/এমএএইচএন