ভাইরাল হওয়া ট্যাটুকারী গ্রেপ্তার

প্রকাশিতঃ 12:15 am | April 17, 2019

কালের আলো ডেস্ক:

অনলাইনে অশ্লীল ভিডিও প্রকাশের দায়ে ভাইরাল হওয়া এক ট্যাটুকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

গতকাল মঙ্গলবার(১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নিউমার্কেট এলাকা থেকে মো. তরিকুল ইসলাম বাদশাহ নামে ওই ট্যাটুকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিওসহ তার মোবাইল ফোন, ফেসবুক আইডি ও পেজ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, একজন নারীর অর্ধ উলঙ্গ শরীরের নিম্নাংশে একজন পুরুষ বিভিন্ন রকম তামাশা ও নারীর অর্ধ উলঙ্গ শরীরে হাত দ্বারা ম্যাসেজ করে বাংলায় কুরুচিপূর্ণ কথা বলার ভিডিওটি ভাইরাল হয়। সে তার নিজস্ব ‘Tattoo Studio New market’ নামক ফেসবুক পেজ থেকে সেই অশ্লীল পর্ন ভিডিও বানিয়ে প্রকাশ করেছে, যা ব্যাপক ভাইরাল হয়।

নাজমুল ইসলাম বলেন, অনলাইনে অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। অনেকেই আবার এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিঃসন্দেহে নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি। এ কারণেই ওই ট্যাটুকারীর বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে ওই ভিডিওতে থাকা মেয়েটিও এই মামলার অন্যতম আসামি, তাকেও খুঁজছে পুলিশ।

ওই ট্যাটুকারীর চার দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

কালের আলো/এমএইচএ