গাজাবাসী এক অসীম ‘মৃত্যুচক্রে’ আটকে পড়েছে: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিতঃ 11:03 am | April 09, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে, কারণ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এই বোমাবর্ষণে শিশুসহ বহু লোকজনের প্রাণ গেছে।

গুতেরেস গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানকার বাসিন্দারা এক অসীম ‘মৃত্যুচক্রে’ আটকে পড়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলি বোমাবর্ষণ আবারো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই প্রস্তাব ত্রাণ প্রবেশে আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করবে।

‘আমাকে স্পষ্টভাবে বলতে দিন— আমরা এমন কোনো ব্যবস্থায় অংশ নেব না, যা মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতার মতো মানবিক নীতিগুলোর পূর্ণ সম্মান রাখে না’, বলেন গুতেরেস।

২৩ লাখ মানুষের গাজা উপত্যকায় ২ মার্চের পর থেকে কোনো সহায়তা পৌঁছানো হয়নি।

কারণ ইসরায়েল গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে, ফলে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানিসহ সবকিছু প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

গুতেরেস বলেন, পুরো এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক বিন্দু ত্রাণও পৌঁছায়নি। খাবার, জ্বালানি, ওষুধ কোনো বাণিজ্যিক সরবরাহ পৌঁছায়নি।

কালের আলো/এমডিএইচ