ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু, মনি সদস্য সচিব
প্রকাশিতঃ 5:58 pm | February 14, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
এক দশক পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্যসচিব করে ১০০ সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে মো. সায়েদুল হককে আহ্বায়ক ও মো. নূরে আলম জিকুকে সদ্যসচিব করে ৮৩ সদস্যের পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. রুহুল আমিন মাস্টার, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন আলী মণ্ডল, শাহজাহান জয়পুরী, মোসলেম উদ্দিন ফকির, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, শাহ মোফাজ্জল হোসেন টিপু, মো. নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী, মো. আজিজুল হক বাদল। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনকে সম্মানিত সদস্য ঘোষণা করা হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কেরা হলেন জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. সালাউদ্দিন খুররম, মো. হায়দার আলী, মো. আবুল কাশেম রফিকুল আল আজাদ দুলাল, মো. বিপুল সালেহীন, মো. নূর নবী মিয়া, নজরুল ইসলাম, মো. তারিক আজিজ, আজহারুল ইসলাম সুজন, মো. খলিল উল্লাহ বাচ্চু, মো. হযরত আলী ও মো. মনিরুল ইসলাম জুয়েল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে উপজেলায় বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।
নতুন নেতৃত্ব ঘোষণায় ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।
কালের আলো/এমএএইচইউ