সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিতঃ 10:07 am | March 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জিল্লুর রহমানসাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২০ মার্চ)।
এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় বনানীর মরহুমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল।
একইদিন বাদ আছর জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ ইন্তেকাল করেন। খবর বাসস।
কালের আলো/এমএইচএ