পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে : অতিরিক্ত আইজিপি

প্রকাশিতঃ 9:59 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. মোখলেসুর রহমান বলেছেন, পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে, সমাজের ভেতরও দুষ্টু লোক আছে। সমাজের দুষ্টু লোকটি ঠিক ওই দুষ্টু পুলিশকে খুঁজে বের করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং চোরে চোরে মাসতুতো ভাই হয়।

তিনি বলেন, ‘ওই দুষ্টু পুলিশ ও দুষ্ট লোকেরা যখন এক সুরে কথা বলে তখন সমাজটা আইয়ামে জাহেলিয়াতে পরিণত হয়। আমরা দুষ্টু লোককে দমন করতে চাই, শিষ্টের পালন করতে চাই। দুষ্টু পুলিশকে যথাযথ আইনের আওতায় আনতে চাই।’

বুধবার (১৩ মার্চ) বিকেলে নগরীর টাউন হলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি এসব কথা বলেন।

মাদক আসে সীমান্ত পথ দিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকের এই উৎস মুখগুলোই সবার আগে বন্ধ করতে হবে, তারপরও যদি মাদকের বিস্তার ঘটে অবশ্যই আমাকে দায়বদ্ধ করবেন। আমি আমার বাংলাদেশের পুলিশকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসব।’

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মোখলেসুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের সাথে যদি কারও সখ্যতা থাকে, কেউ যদি নিরীহ ব্যক্তির পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টা করে সেই পুলিশ সদস্যকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। তার স্থান থানার চেয়ারে নয়, তার স্থান হবে থানার হাজতে। কিছুক্ষণ আগে যে পুলিশের পোশাক পড়েছিল সেই পোশাক খুলে নিয়ে আমরা তাকে হাজতে ঢুকিয়ে দেবো।’

জঙ্গিবাদের বিষয়ে অতিরিক্ত আইজিপি বলেন, ‘পৃথিবীর বুকে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদকে যারা নিয়ন্ত্রণ করতে পারে নাই সেই সমস্ত দেশের অনেক আগেই বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও আমরা সে ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হব।’

তিনি আরও বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় একটি শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ উন্নতশীল বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি। সেই দিকে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার পড়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সেটিই নেয়া হবে।’

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মমতাজ উদ্দিন।

কালের আলো/ওএইচ/এমএইচএ