শিক্ষার্থীকে ‘দুই টাকার ছাত্র’ গালি অত:পর পদত্যাগের ঘোষণা হল প্রভোস্টের!
প্রকাশিতঃ 11:22 pm | March 08, 2019

ঢাবি প্রতিবেদক, কালের আলো:
এক শিক্ষার্থীকে ‘দুই টাকার ছাত্র’ গালি দিয়েছিলেন তার গুণধর ছেলে। এ খবর ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়লো শিক্ষার্থীরা। ফলশ্রুতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তোপ দাগলেন হল প্রভোস্ট বাবা মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের উপর।
অত:পর শেষ রক্ষা হয়নি একসময় ‘আইন ছবক’ দেওয়া এই শিক্ষকের। শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে হল ছাড়তে হয়েছে তাকে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি শুক্রবার (০৮ মার্চ) দুপুরের।
জানা যায়, হল প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমানের ছেলে এদিন জুমার নামাজ পড়তে হলের মসজিদে যান। সামনের কাতারে যাবার সময় রায়হান নামে এক ছাত্রের মাথায় তার পা লাগে।
নামাজ পড়া শেষে রায়হান তার পরিচয় জানতে চান। এসময় হল প্রভোস্টের ছেলে তার বাবাকে ডেকে আনেন। বাবার উপস্থিতিতেই ওই ছাত্রকে ছেলে বলেন ‘দুই টাকার ছাত্র হয়ে আমার পরিচয় জানতে চাচ্ছে।’
এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে হলের সব শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রভোস্ট ও তার ছেলেকে হল অফিসে আটকে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা তাৎক্ষণিক তার পদত্যাগ দাবি করেন। এরপরই প্রভোস্ট পদত্যাগ করার ঘোষণা দিয়ে একটি পদত্যাগ পত্র লিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যান বলে জানা গেছে।
ওই প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হল অফিস প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
পরে পদত্যাগ পত্র হাতে নিয়ে অধ্যাপক মিজানুর রহমান প্রক্টরিয়াল টিমের সাহায্য নিয়ে হল ত্যাগ করেন।
হলের একজন আবাসিক শিক্ষক ক্যাম্পাসের সংবাদকর্মীদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সন্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনও উপস্থিত ছিলেন।
তবে এসব বিষয়ে পদত্যাগের ঘোষণা দেওয়া হল প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
যদিও একটি গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, এই ঘটনায় দুঃখ পেয়ে আজ বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গিয়ে প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগের চিঠি দিয়ে এসেছেন।
কালের আলো/এমএইচএ