রাশেদ খান মেননকে একহাত নিলেন ফরীদ উদ্দীন মাসঊদ

প্রকাশিতঃ 8:52 pm | March 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

১৪ দলের শরিক ও ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননকে এক হাত নিয়েছেন শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ।

জাতীয় সংসদে মেনন কওমি মাদ্রাসাকে মোল্লাতন্ত্র আখ্যা দেওয়ায় তাকে সংযত হওয়ার ও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ বলেন,‘কওমি মাদ্রাসা এ দেশে উড়ে এসে জুড়ে বসার মতো কোনও শিক্ষাব্যবস্থা নয়। সরকারি দান- অনুদান ছাড়া এ দেশে একটি মাত্র শিক্ষাব্যবস্থা কওমি মাদ্রাসা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত মানুষ গঠনে অবদান রেখে চলেছে।’

মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে না, উল্লেখ করে মাসঊদ বলেন, ‘বাংলাদেশের বামরা গণতন্ত্রের তল্পিবাহক। লেজুড়বৃত্তি করে এরা রঙিন ফানুস দেখছে। ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে আলোচনায় আসায় ব্যর্থ চেষ্টা করছে। মুখে সাম্রাজ্যবাদবিরোধী বুলি থাকলেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদীদেরই খুশি করতে চাইছে।’

বামপন্থীদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে মাসঊদ বলেন, ‘অলি আল্লাহ, গাউস-কুতুব ও ইসলামের জন্য অতীব উর্বর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রঙ ছড়িয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। কওমি মাদ্রাসা ও আহমদ শফীর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে আর ভুল বোঝানোর সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ইসলামকে নিয়ে গর্ব করে। সুতরাং, তওবা করে ফিরে আসুন ইসলামের ছায়াতলে। ইসলাম উদারতার জয়গান গায়। বাংলাদেশেও কুরআন-সুন্নাহকে এড়িয়ে বামদের এই রঙিন স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

কালের আলো/এমএইচএ