ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত
প্রকাশিতঃ 12:02 pm | March 08, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। ওয়েলিংটনে স্থানীয় সময় বেলা ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে।
এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের কোচ স্টিভ রোডস বলেন, প্রথম দিনের খেলা না হওয়া হতাশাজনক।
প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হওয়ায় কাল নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে খেলা শুরু হবে। এদিকে ওয়েলিংটন টেস্টের আগে নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস কিন্তু ম্যাচের চতুর্থ দিনে বৃষ্টির আভাস দিয়েছিল। কিন্তু বৃষ্টি এতটা নামবে তা কেউ আন্দাজ করতে পারেনি।
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
এমনিতেই তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। হ্যামিলটনে প্রথম টেস্টে টাইগাররা ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিল। যদিও তিন তিনটি সেঞ্চুরি এসেছিল টাইগার ব্যাটসম্যানদের ব্যাট থেকে। কিন্তু প্রথম ইনিংসে বিব্রতকর ব্যাটিংয়ের কারণে বাজেভাবে হার মেনে নিতে হয় টাইগারদের।
তাই দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে অধিনায়ক প্রথম ইনিংসের দিকেই বেশি নজর দিচ্ছেন। সাকিবের অবর্তমানে নেতৃত্বের ভার বহন করা মাহমুদুল্লাহ বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসটা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটিং করেন বা বোলিং এটা আপনাকে ভালো একটা বিল্ডআপ দেয়। সেদিক থেকে প্রথম ইনিংস আসলেই অনেক গুরুত্বপূর্ণ।’
হ্যামিলটনে দ্বিতীয় ইনিংসে শতক হাঁকানো মাহমুদুল্লাহ আরও জানান, ‘আমরাও চাই প্রথম ইনিংসে যদি ব্যাটিং করি, তবে একটা ভালো পার্টনারশিপ, ভালো শুরু এবং ভালো একটা টোটাল যেন করতে পারি। আর বোলিং করলে যেন দ্রুত কিছু উইকেট নিতে পার। প্রতিপক্ষের শিবিরে কিছুটা চাপ তৈরি করতে পারি।’
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।
কালের আলো/এমএইচএ