প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গোলাম রাব্বানী

প্রকাশিতঃ 1:04 am | March 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সকাল থেকে সন্ধ্যা এমনকি রাতেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী গোলাম রাব্বানী।

আরো পড়ুন:
শিক্ষার্থীদের দাবি আইসিটি মন্ত্রীকে জানালেন গোলাম রাব্বানী (ভিডিও)

এ সময় তিনি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতির আশ্বাস দিচ্ছেন এবং ব্যক্ত করছেন বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। ইতিমধ্যে তাঁর বিভিন্ন আশ্বাসের ভেতর ছাত্রছাত্রীদের মাঝে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমার নিশ্চয়তার বিষয়টি।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে গদবাধা আশ্বাস অনেকেই দিচ্ছে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার নিশ্চয়তার বিষয়টি ব্যতিক্রম, গতানুগতিক নয় মোটেও।

এ বিষয়ে রাব্বানীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা নিশ্চয়তা করা হয়ে থাকে, সেই আলোকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা নিশ্চয়তার কথা বলেছি।

এছাড়াও রাব্বানী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে হলে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করছেন এবং তিনি নির্বাচিত হলে সেগুলোর বাস্তবায়নের উপর সর্বাধিক অগ্রাধিকার দিবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমনকি এসময় সাধারণ শিক্ষার্থীদের দাবীর মুখে তাৎক্ষনিক আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফোন করে শহীদুল্লাহ্ হলে একটি কম্পিউটার ল্যাব রাখার নিশ্চয়তা প্রদান করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওয়াদা এবং প্রতিশ্রুতি বিষয়গুলোর সাথে আমাদের মূলকাজ হবে প্রতিটি শিক্ষার্থীর যে কোনো সমস্যার ব্যাপারে আশু সমাধান খুঁজে বের করা এবং সব সময় সুখে দুঃখে তাদের সাথে থাকা, পাশে থাকা।

কালের আলো/এমএইচএ