বাবা-মা সঙ্গে থাকলে বাড়ি ভাড়ায় ৫০০ টাকা ছাড়!
প্রকাশিতঃ 9:47 am | February 27, 2019

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
আধুনিক সমাজে খুব দ্রুতই বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। বাড়ছে কর্মব্যস্ততা, কমছে মানুষের প্রতি মায়া-মমতা! বাংলার চিরায়ত ঐতিহ্য যৌথ পরিবারও হারিয়ে যেতে বসেছে আজ। আধুনিকতার নামে গড়ে ওঠা একক পরিবারগুলোতে ঠাঁই হচ্ছে না বাবা-মা’র। এসব ভেবেই হয়তো অভিনব ঘোষণা দিয়েছেন রাজধানী ঢাকার একটি বাড়ির মালিক!
নিজ বাড়ির সামনে এক নোটিশবোর্ডে সেই মালিক লিখেছেন, এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেওয়া হবে। এ ব্যবস্থা আজীবন বলবৎ থাকবে।
বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায়।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এ নোটিশের ছবি। এমন ঘোষণায় অনেকেই ওই বাড়ির মালিককে সাধুবাদ জানিয়েছেন।
কালের আলো/এ/এমএইচএ