ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নবজাতক উদ্ধার
প্রকাশিতঃ 12:41 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।
রোববার(২৪ ফেব্রুয়ারি) সকালে ঢামেকের নতুন ভবনের বাথরুম থেকে নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষ।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোর ৬টার দিকে এক নারী বাথরুমের ভেতর শিশুটিকে দেখতে পান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে সকাল পৌনে ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয় বলে জানান এসআই।
এ দিকে চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির বয়স হবে ৩২ সপ্তাহ। ওজন ৮০০ গ্রাম।
কালের আলো/এমএইচএ