তুরস্কে মহড়া পরিদর্শনে সেনাপ্রধান, প্রশংসা কুড়িয়েছে অনুশীলনও

প্রকাশিতঃ 7:38 pm | February 21, 2019

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

এশিয়া ও ইউরোপ মহাদেশের মিলনস্থল তুরস্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশপ্রেমিক এই বাহিনীর প্রধান তুরস্কে ১৭ টি দেশের অংশগ্রহণে মাল্টি ন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস-২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করেছেন।

এই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী ও তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল ইয়াসের গুলার উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চারদিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেন। সেখানে মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে বাংলাদেশ সেনবাহিনীর ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। তিনি এই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন।

তুরস্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এই চূড়ান্ত অনুশীলনে যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ইউএভি, ট্যাংক, আর্টিলারী কামান, মর্টার, এপিসি ব্যবহার করে লাইভ ফায়ার করে বাংলাদেশের সেনা সদস্যরা।
তবে সেখানে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরেও বাংলাদেশী সেনা সদস্যরা অনুশীলনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

তুরস্কে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

জানা যায়, তুরস্ক সফরকালে আনকারাতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল ইয়াসের গুলারের সঙ্গে সাক্ষাত করেন। এই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

তুরস্কে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এর আগে গত রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মাহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনের সফর শেষে আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

তুরস্কে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তুরস্ক সফরকালে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি সেখানকার আর্টিলারি ও মিসাইল স্কুল কমান্ড পরিদর্শন করেন।

তুরস্কে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি একার এবং তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল ইয়াসের গুলার ও ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের সঙ্গেও ওই সময় সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

কালের আলো/এএ