আম্বানিদের বিয়েতে সালমান ঐশ্বরিয়ার এক সন্ধ্যা

প্রকাশিতঃ 6:41 pm | July 14, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

কথায় আছে, পুরনো প্রেম টোকা দিলে বাজে। অভিষেকের সঙ্গে সাবেক বিশ্ব সুন্দরীর দূরত্বের গুঞ্জন উঠতেই সালমান-ঐশ্বরিয়াকে নিয়েও পুরনো কাসুন্দি ঘাটা হয়। এবার আম্বানির বিয়েতে তাদের একসঙ্গে দেখতেই শুরু হয়েছে চর্চা।

১৫ বছর পেরিয়ে গেছে মুখ দেখাদেখি নেই সালমান-ঐশ্বরিয়ার। এবার অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে মিলে গেল সবপক্ষ। ১২ জুলাই সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলে জিয়ো ওয়ার্লড কনভেনশন সেন্টারে সেখানেই দেখা গেল ঐশ্বর্যা-সালমানকে।

বচ্চন পরিবারের সঙ্গে আম্বানিদের বিয়েতে যাননি ঐশ্বরিয়া। মেয়েকে নিয়ে একাই হাজির হয়েছিলেন। তবে স্বামী অভিষেকের পাশে বসে মেয়েকে নিয়ে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান দেখছেন রাই সুন্দরী।

এ সময় অভিনেত্রীর চার পাশ দিয়ে হেঁটে গেছেন সালমান। কখনও চেয়ারে বসে থাকা অতিথিদের অভিবাদন জানাচ্ছেন কখনও তাদের আপ্যায়নও করছেন। সব মিলিয়ে এক ছাদের নিয়ে প্রায় এক সন্ধ্যা কাটিয়েছেন দুজন।

তবে এক সন্ধ্যা এক ছাদের নিচে কাটালেও এক হননি দুজন। চলাফেরা করেছেন দুরত্ব বজায় রেখে। ফলে এক জায়গায় থেকেও রয়ে গেলেন যোজন দূরত্বে।

কালের আলো/এমএএইচ/ইউএইচ