অসুস্থ রামচাঁদ গোয়ালার পাশে সাবেক এমপি শাহীন

প্রকাশিতঃ 8:58 pm | February 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভালো নেই দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। র্দীঘদিন ধরেই অসুস্থ হয়ে বিছানায় তিনি। মঙ্গলবার বিকেলে তাঁর অসুস্থতার খবর পেয়ে খেলার মাঠের সেই উস্তাদকে দেখতে ছুটে গিয়েছেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ নূরুল কবীর শাহীন।

এ সময় তিনি ৮০’দশকের এ জনপ্রিয় এ ক্রিকেটারের হাতে একটি মোবাইল ফোন তুলে দেন। পরে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

২০০৫ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠন ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহ নূরুল কবীর শাহীন জানান, ভালো নেই রামচাঁদ গোয়ালা। র্দীঘদিন ধরে তিনি অসুস্থ। বিছানা থেকে উঠানামা করতে পারেন না। বাম পায়ে সমস্যা। অন্যের সাহায্য ছাড়া সহজে পা নাড়াচাড়া করতে পারেন না।

শাহীন আরো জানান, প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। আমার তাঁর হাতে শিখেছি ক্রিকেট। আমার মত শত শত শিষ্য আছে তাঁর। আল্লাহ তাকে র্দীঘজীবি করুন।

কালের আলো/ওএইচ