সেনা প্রধানের সাথে ভারতের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 5:14 pm | February 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দ্রর সিং ধানোয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনীর সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দ্রর সিং ধানোয়া পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় সেনাপ্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানকে একটি ক্রেস্ট উপহার দেন।

এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান সস্ত্রীক তিন সদস্যের প্রতিনিধি দলসহ রবিবার (১০ ফেব্রুয়ারি) ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

সোমবার(১১ ফেব্রুয়ারি) তিনি বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

একই দিনে ভারতীয় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদর, সশস্ত্র বাহিনী বিভাগ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পরিদর্শন করবেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শনকালে ঘাঁটির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন, ২১৪ মেইনটেন্যান্স এবং ওভারহোলিং ইউনিট ও বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার পরিদর্শন করবেন।

কালের আলো/এএ/এমএইচএ