বিএনপি নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছে: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 2:12 pm | February 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির লোকজন নিজেরাই নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা এখন আর কারো ওপর আস্থা রাখতে পারছেন না।

জনগণের সাথে বিএনপির যে দূরত্ব বেড়েছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তা কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে ভূমিধস পরাজয়ের পর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের দাবি, জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ