ঝালকাঠিতে ৩ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১১ প্রাণ

প্রকাশিতঃ 3:13 pm | April 17, 2024

ঝালকাঠি প্রতিবেদক, কালের আলো:

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও তিনটি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও চারজনের মৃত্যু হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি র পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

কালের আলো/এমএইচ/এসবি