মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

প্রকাশিতঃ 7:09 pm | February 07, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। জানা গেছে, প্রিমিয়ারে যোগ দিতেই আসছিলেন আহমেদ রুবেল। কিন্তু পথে মাথা ঘোরানোয় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

পেয়ার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল তার।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতার বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

আহমেদ রুবেলের বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

কালের আলো/এমএইচ/এসবি