নিবাচনী প্রচারে আব্দুস সালাম মূর্শেদী এমপি, স্মার্ট খুলনা বিনির্মাণের অঙ্গীকার

প্রকাশিতঃ 12:20 am | December 19, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপি সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক পেয়েই কোমরবেঁধে প্রচার যুদ্ধে নেমেছেন। তাঁর প্রচারণায় আসনজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। নৌকা প্রতীকের প্রচার শুরু করেছেন তাঁর সমর্থকরাও। উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকার পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে।

খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনটিতে ভোটে আব্দুস সালাম মূর্শেদী ছাড়াও আরও ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির ফরহাদ হোসেন লাঙ্গল, বিএনএমের এসএম আজমল হোসেন নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ডাব প্রতীক উল্লেখযোগ্য।

জানা যায়, সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড জহিরের বটতলা ও জয়পুর এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি। এ সময় তিনি নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ও স্মার্ট খুলনা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পরে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় চত্বরে তালিমপুর ও বাগমারা এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পূর্ব রূপসা বাজার বণিক সমিতির আয়োজনে বাজার কমিটির সঙ্গেও করেন মতবিনিময়। একইভাবে রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর মোড়ে এবং জাবুসা দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কালের আলো/ডিএস/এমএম