ভারতীয় ও রাশিয়ান বীর যোদ্ধাদের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিতঃ 6:42 pm | December 17, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চলতি বছরের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে আগত ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার (১৭ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধা ভারতীয় মিত্রবাহিনীর সকল সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধান আবেগভরে তাঁদের স্মৃতি রোমন্থন করেন এবং এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধকালীন এবং স্বাধীনতাত্তোর সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রধান রাশিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান মহান বিজয় দিবস উদযাপনে তাঁদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও, আগত অতিথিরা শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, সফরকালে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তাঁরা আগামী ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।
কালের আলো/ডিএসবি/এমএইচএ