হ্যাট্টিক জয়ের আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম মূর্শেদী এমপি
প্রকাশিতঃ 8:30 pm | November 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হ্যাট্টিক জয়ের আশা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামালসহ খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা-৪ আসনে টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী। পুনরায় আসনটিতে নিজের জয়ের দৃঢ় আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, ‘শুধু আমি একা না আমার তিন উপজেলার মানুষও আমার জয়ের বিষয়ে আশাবাদী।’
উন্নয়নের পক্ষে বিজয় হবে জানিয়ে সংসদ সদস্য আরও বলেন, ‘আমি সব সময় আমার ভোটারদের পাশে ছিলাম। করোনার সময়, বিপদের সময় জনগণের পাশে ছিলাম বলেই ইনশাআল্লাহ আমি আগামী ৭ জানুয়ারির ভোটে বিজয়ী হবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিবো।’
কালের আলো/এমএইচ/ইউকে