স্বচ্ছতা রেখেই কাজ করতে চান দুই প্রতিমন্ত্রী খসরু ও বাবু

প্রকাশিতঃ 11:27 pm | January 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

মহাচমকের মন্ত্রীসভায় তাঁরা দু’জনই নতুন মুখ। স্বচ্ছতা বজায় রেখে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিবিষ্ট মনে কাজ করতে চান। নতুন এই দায়িত্ব মোটেও সহজ না হলেও এই চ্যালেঞ্জে জিততে চান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম.খালিদ বাবু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে নিজ নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে শুন্য সহিষ্ণু নীতিতে অটল থাকার অঙ্গীকার করেছেন এই দুই প্রতিমন্ত্রী।

সোমবার (০৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে কালের আলোর সঙ্গে মোবাইল আলাপনে এসব কথা বলেন শেখ হাসিনার নতুন যাত্রার সঙ্গী এই দুই প্রতিমন্ত্রী। এর আগে এদিন বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাঁরা অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে শপথ নেন।

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নেত্রকোনা-২ আসনে (সদর-বারহাট্টা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। এর আগেও তিনি ২০০৮ সালে এই আসনের সংসদ সদস্য ছিলেন। এখন দায়িত্ব পালন করছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে কালের আলোকে তিনি বলেন, ‘নেত্রী আমাকে বিশ্বাস করে প্রতিমন্ত্রীত্ব দিয়েছেন। তাঁর বিশ্বস্ততা আমাকে ঠিক রাখতে হবে।’

মন্ত্রণালয় পরিচালনায় নিজের প্রথম কাজ সম্পর্কে আশরাফ আলী খান বলেন, মন্ত্রণালয়ের চলমান ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। ধারবাহিকতা বজায় রেখে নতুন কাজে মনোযোগী হবো। প্রধানমন্ত্রী যে পরামর্শ দিবেন সেই মোতাবেক কাজ করবো।

দুইবার সংসদ সদস্য হলেও প্রতিমন্ত্রী’র দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন তিনি। বলেন, মানুষের জন্য সর্বাত্মক সেবা নিশ্চিত করবো। নিজের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। আমার মন্ত্রণালয়ে কোন দুর্নীতি থাকবে না। এই বিষয়ে আপোসহীন থাকবো।’

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য কে.এম.খালিদ বাবু পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা এই নতুন প্রতিমন্ত্রী রাতে কালের আলো’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সেটা নিষ্ঠার সঙ্গেই পালন করতে চাই।

দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আকাঙ্খাকে ধারণ করেই কাজ করবো। সরকারের ভাবমূর্তি উজ্জল হয় সেটাই থাকবে আমার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।’

কালের আলো/এএ/এমএইচএ