হাসানুল হক ইনু বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ 10:54 pm | January 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুপুরে বুকে ব্যথা অনুভব করায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আইসিইউ তে ভর্তি হয়েছেন।

আজ সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ইনুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

প্রথমে তাকে কয়েক ঘন্টা আইসিইউতে রাখা হয়। পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু জয়ী হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা।

কালের আলো/এএ/এমএইচএ