ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মেয়র আতিকের
প্রকাশিতঃ 3:07 pm | July 23, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। সিটি করপোরেশনের একার চেষ্টায় মশা নিধন করা সম্ভব হবে না। সবার সহযোগিতা লাগবে। ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে।
রোববার (২৩ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীগের নামে সড়ক উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শুরুতে মেয়র খিলগাঁও তালতলা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ ও দোয়া শেষে খিলগাঁও বি ব্লক, ছয় নম্বর রোড (মুক্তি ক্লিনিক সংলগ্ন) শিল্পী ফকির আলমগীর সড়ক নামে উদ্বোধন করেন।
এ সময় মেয়র আতিকুল বলেন, গান আমাদের মুক্তিযুদ্ধের অংশ ছিলো এটা পৃথিবীতে বিরল ঘটনা। গান হৃদয়ে লালন করার মাধ্যমে দেশকে লালন করা যায়। একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে যুব সমাজকে আন্দোলিত করে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল।
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, কোথাও পানি জমছে এমনটা আপনাদের নজরে আসলে সেটা আমাদের জানান। পানি জমে আছে কিন্তু মশার ওষুধ ছিটানো হয়নি বা সিটি করপোরেশনের সেবা পাচ্ছেন না, এমন তথ্যও আমাদের জানান।
তিনি আরও বলেন, সবাইকে নিজেদের বাসা বাড়ির জমা পানি সরিয়ে দিয়ে লার্ভা ধ্বংস করতে হবে। পরিত্যক্ত স্থানের এডিসের লার্ভা ধ্বংস করে ফেলুন। এ ব্যাপারে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মশার হাত থেকে বাঁচতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। বাচ্চাদের বিশেষ যত্ন করার আহবানও জানান আতিকুল ইসলাম।
কালের আলো/বিএএ/এমএইচ