ডিএমপির ক্রাইমে শ্রেষ্ঠ মিরপুর, গোয়েন্দা বিভাগে প্রথম লালবাগ
প্রকাশিতঃ 8:56 am | July 21, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ডিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। আর গোয়েন্দা বিভাগে প্রথম হয়েছে লালবাগ বিভাগ। বৃহস্পতিবার (২০ জুলাই) ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি জানায়, ডিএমপির ক্রাইম বিভাগে শ্রেষ্ঠ মিরপুর বিভাগে শ্রেষ্ঠ থানা পল্লবী। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন। পুলিশ পরিদর্শক (তদন্ত)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন। পুলিশ পরিদর্শক (অপারেশনস)-দের মধ্যে প্রথম হয়েছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আব্দুল বাতেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার মো. মামুন হোসেন ও পল্টন মডেল থানার সুজন কুমার তালুকদার। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মতিঝিল থানার মো. হেলাল উদ্দিন ও যাত্রাবাড়ী থানার হারাধন চন্দ্র বাইন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন। অস্ত্র উদ্ধার করে প্রথম হয়েছেন তুরাগ থানার এসআই মো. আরিফুল ইসলাম। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন পল্টন মডেল থানার এসআই সুজন কুমার তালুকদার। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন শাহবাগ থানার এসআই আব্দুল মন্নাফ, পল্লবী থানার এসআই মো. আজিজ, ভাটারা থানার এসআই মাসুম বিল্লাহ রনি পিপিএম ও তুরাগ থানার এসআই মো. হাসিবুল হাসিব।
গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন, পিপিএম। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মহিউদ্দিন মিরাজ। অজ্ঞান/মলম পার্টির সদস্যদের গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

কালের আলো/এমকে/আরআই