ড. কামালের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ পুলিশের

প্রকাশিতঃ 8:17 pm | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুলিশকে ‘জানোয়ার ও লাঠিয়াল বাহিনী’ বলে ড. কামাল হোসেনের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবাদলিপিতে পুলিশের এই সংগঠনটি জানিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এমন আপত্তিকর মন্তব্য করে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন। ড. কামালের এ মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও অবিবেচনাপ্রসূত বলেও অভিহিত করা হয়েছে প্রতিবাদলিপিতে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ কমিশনার প্রলয় কুমার জোয়ারদারের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ পরিবেশে ও সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাংলাদেশ পুলিশের ওপর অর্পিত হয়েছে।

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনসামগ্রী পাঠানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্বিঘ্নে শেষ করার জন্য পুলিশের এক লাখ ৪৫ হাজার সদস্য নিয়োজিত রয়েছে।

এমন সময়ে পুলিশকে ‘জানোয়ার ও লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করা প্রকৃতপক্ষে নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে প্রভাবিত করা ও প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা। পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তাই অনাকাঙ্ক্ষিত বক্তব্যের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবলে আঘাত হেনে বিধিবদ্ধ দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির যেকোনও ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ড. কামাল হোসেনের এমন মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর ও অবিবেচনাপ্রসূত বলেও প্রতিবাদলিপিতে অভিহিত করা হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ