বরিশালে দুস্থ-সুবিধা বঞ্চিতদের পাশে সেনাবাহিনী

প্রকাশিতঃ 9:27 pm | April 20, 2023

কালের আলো প্রতিবেদক:

পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট জেলার ৩ হাজার গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া।

আইএসপিআর জানায়, বুধবার (১৯ এপ্রিল) পটুয়াখালীর ইটবাড়ীয়া এবং গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়ন বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (২০ এপ্রিল) বরিশাল শহরের আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে শেখ হাসিনা সেনানিবাস এর পক্ষ হতে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বরগুনার আমতলী, বাগেরহাটের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুর জেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া সর্বদাই নানাবিধ জনহিতকর এবং দেশ গঠণমূলক কাজে স্বপ্রণোদিতভাবে নিজেদের সম্পৃক্ত করে থাকে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বৃহত্তর বরিশাল অঞ্চলের দুর্যোগ মোকাবেলা/ব্যবস্থাপনাতেও শেখ হাসিনা সেনানিবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে শেখ হাসিনা সেনানিবাস তথা বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে সক্ষম হবে বলে আশা করা যায়।

কালের আলো/বিএএ/এমএইচ