যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলিতে নিহত অন্তত ৫

প্রকাশিতঃ 11:10 am | April 11, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের এক ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তার অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।

লুইভিল মেট্রো পুলিশ বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডাউনটাউন লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সম্পর্কে জানার কয়েক মিনিটের মধ্যে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

ডেপুটি পুলিশ প্রধান পল হামফ্রে বলছেন, সেখানে তারা বন্দুকযুদ্ধের মুখে পড়েন। তবে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর কারণ কী এবং হামলাকারীকে নিহত ৫ জনের একজন হিসাবে গণনা করা হচ্ছে কি না তা স্পষ্ট নয়।

বিবিসি বলছে, হামলার স্থানটি লুইভিল বেসবল স্টেডিয়ামের কাছাকাছি এবং কেন্টাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও মুহাম্মদ আলী সেন্টার থেকে বেশ কয়েকটি ব্লক দূরে। ওই এলাকার এক ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ ওই এলাকার একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদ ফুটেজে এক জায়গায় ভাঙা কাঁচ এবং পরিত্যক্ত মেডিক্যাল সামগ্রী পড়ে রয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক টুইটার বার্তায় জানিয়েছে, তাদের এজেন্টরাও ঘটনাস্থলে গিয়েছে এবং স্থানীয় পুলিশকে সহায়তা করছে।

কালের আলো/এমএইচ/বিএস