পুলিশের প্রথম ইউনিট হিসেবে ডিজিটাল নথি যুগে এসবি; বাস্তবায়ন প্রধানমন্ত্রীর নির্দেশনার 

প্রকাশিতঃ 6:38 pm | March 06, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

লাল ফিতার দৌরাত্মের কোন সুযোগ নেই। রিমাইন্ডার, ওসিআর, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, এআই প্রযুক্তি সমন্বয় ঘটিয়ে একেবারে ডিজিটাল নথি বা ডি-নথি যুগে প্রবেশ। ‘স্মার্ট পুলিশ’ বিনির্মাণে নিজেদের সাফল্যের পালকে নতুন মুকুট যুক্ত করলো স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। রোববার (০৫ মার্চ) বাংলাদেশ পুলিশের প্রথম ইউনিট হিসেবে ডিজিটাল নথি ব্যবস্থাপনার নতুন অধ্যায়ের সূত্রপাত করলো তাঁরা। 

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান এসবির ডিজিটাল নথি ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুগান্তকারী এ উদ্যোগের মাধ্যমে সময় ও খরচ যেমনি সাশ্রয় হবে তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি এসবি’র দাপ্তরিক কার্যক্রমও হবে আরও গতিশীল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম ও সিআইডি প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া। 

এসবি সূত্র জানায়, উদ্বোধনের আগে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খানসহ অন্যান্য অতিথিরা বঙ্গবন্ধু গ্যালারি, অপরেশনস্ কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডাটা সেন্টার এবং এসবির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সম্বলিত আর্কাইভ পরিদর্শন করেন। 

সূত্র জানায়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশের সব দপ্তর ও সংস্থায় ডিজিটাল নথি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা আক্ষরিক অর্থেই বাস্তবায়নে পূর্ণ মনোনিবেশ করেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম। যুগোপযোগী ও বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ-বাস্তবায়নের মাধ্যমে গত দু’বছরে পুলিশের বিশেষায়িত এ ইউনিটে তিনি সঞ্চার করেছেন নতুন প্রাণের। এসবির বহুমাত্রিক কর্মকান্ড কুড়িয়েছে প্রশংসাও। সংস্থাটির কাজে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের মাধ্যমে এসবি প্রধান মনিরুল ইসলাম ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ’ কনসেপ্টকে সামনে রেখে ডি-নথি যুগে এসবির সদর্প উপস্থিতিও নিশ্চিত করেছেন সবার আগে।  

পুলিশের বর্ণাঢ্য চাকরি জীবনে এসবি প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম যখন যে দায়িত্ব পালন করেছেন সেখানেই সফলতার স্বাক্ষর রেখেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান থাকা অবস্থায় জঙ্গিবাদ দমনেও তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। গত বছরের জানুয়ারিতে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। চলতি বছরের ২৫ জানুয়ারি পদোন্নতি পেয়েছেন গ্রেড-১ পদে। টানা দু’বার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও। তাঁর দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশের মানুষের আস্থাভাজন ও প্রিয় পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট স্পেশাল ব্রাঞ্চ (এসবি) নতুন উচ্চতায় আসীন হয়েছে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহল। 

কালের আলো/এমএএএমকে