বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিবের পিতার মৃত্যু, দোয়া কামনা

প্রকাশিতঃ 3:38 pm | February 26, 2023

কালের আলো ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসানের পিতা আলহাজ্ব মো: মতিউর রহমান সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সেদিন রাতেই মরহুমের নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের উত্তর- মধ্যপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে জানাজা ও সমাহিত করা হয়েছে।

এদিকে পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন বিরোধী দলীয়র সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান।

কালের আলো/ডিএস/এমএম