তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

প্রকাশিতঃ 10:28 am | February 12, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর গতকাল শনিবারও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে বেঁচে যাওয়া মানুষকে বের করে আসছেন, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে জীবন্ত আরও মানুষ পাওয়ার আশা কমে আসছে।

সোমবারের সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ছিল ১৯৩৯ সালের পর তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর এতে মৃতের সংখ্যা বাড়ছেই। তুরস্কে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে আর সিরিয়ায় সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

তুরস্কের হাতায়া প্রদেশের রাজধানী আন্তাকিয়া থেকে আলজাজিরার প্রতিবেদক বার্নার্ড স্মিথ জানান, ‘ভূমিকম্পের ১৩৫ ঘণ্টার মাথায় এখনও কিছু আশা আছে। ১৩২তম ঘণ্টার মাথায় একটি বাচ্চাকে উদ্ধার করা হয়, আর এর দুই ঘণ্টা আগে একজন নারী ও পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। তবে, বেঁচে যাওয়াদের উদ্ধারে এখনও তল্লাশি চলছে।’

স্মিথ জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকার এয়ারপোর্টটি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় লুটপাটের অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ পরিস্থিতিতে কেউ আইন ভঙ্গ করলে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন তিনি।

কালের আলো/এসবি/এমএম