স্বরাষ্ট্রমন্ত্রীর অভিভাবকত্বে যুগোপযোগী সক্ষমতায় ‘জনতার পুলিশ’

প্রকাশিতঃ 10:00 pm | February 11, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮ তম প্রতিষ্ঠা দিবস। উৎসবমুখর আয়োজনের ‘মধ্যমণি’ স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। ডিএমপি ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলে মোটা দাগে স্বীকৃতি উঠে এলো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। আবার একই সঙ্গে প্রায় এক দশক সময়ে তাঁর অভিভাবকত্বেই যুগোপযোগী সক্ষমতায় বাংলাদেশ পুলিশ বদলে গেছে। হয়ে উঠেছে ‘জনতার পুলিশ’। সেই বিষয়টিও সম্মিলিত কন্ঠেই যেন উচ্চারিত হয়েছে।

পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অভিন্ন কন্ঠেই উচ্চারণ করলেন পুলিশের উন্নতি-অগ্রগগিতে তাঁর অপরিসীম অবদানের কথা। প্রশংসা করলেন মন্ত্রীর সাহসী, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের নানা দিকেরও। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপির ৪৯ বছরে পদার্পণের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের প্রাগ্রসর নেতৃত্বে নিজেদের মুগ্ধতার কথাও যেন প্রকারান্তরে প্রকাশ করেন আইজিপি ও ডিএমপি কমিশনার।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষ নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘প্রায় এক যুগ যাবত বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দিয়ে আসছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। যার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ পুলিশ আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সফলভাবে মোকাবেলা করে সারা বিশ্বের কাছে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।’

‘টিম ডিএমপি’র পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশ পুলিশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশকে আজকের সুদৃঢ় অবস্থানে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

কালের আলো/এমএএএমকে