শান্তি নষ্টকারীদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 4:35 pm | February 11, 2023

কালের আলো প্রতিবেদক:
দেশের শান্তি নষ্টকারীদের চিহ্নিত করে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, সারাদেশে বিএনপি অরাজকতা তৈরি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনিবলেন, এসএসসি যারা পাস করেন, তারা পেশাগত যে শিক্ষা কেউ কেউ চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন। অনেকে আছেন বিশ্ববিদ্যালয় যান উচ্চশিক্ষা অর্জন করতে। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২২৫৭টি কলেজ আছে সেখানে উচ্চশিক্ষার জন্য যান।
তিনি বলেন, বলেন, আমরা যা কিছুই করছি, সবই নতুন প্রজন্মের জন্য। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।
শিক্ষার মান বাড়ানোর পথে একই অপশক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তারা একই যুক্তি দাঁড় করাচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘পঞ্চাশের দশকে বলেছিল নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। নব্বই দশকে বলেছে নৌকায় ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে। তারা আজ আবার বলছে বই দিয়ে ইসলাম ধ্বংস করা হচ্ছে।’
তিনি বলেন, যারা ইসলাম ধ্বংসের ধুয়া (একই কথা বারবার বলা) তুলছেন তাদের প্রতিটি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, তাদের প্রতিটি কাজ ইসলামের নীতি-আদর্শ পরিপন্থি।
সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী প্রমুখ।
এদিকে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি কুচক্রী মহল যেমন স্বাধীনতার সময় বিরোধিতা করে দেশকে স্বাধীনতা অর্জনে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, তারাই আজ আবার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করার চেষ্টা করছে। তারা হয়তো জানে না আমাদের এখন ভিক্ষা করতে হয় না, বরং আমরা বিভিন্ন দেশের দুর্যোগে তাদের পাশে দাঁড়াই।
শিক্ষামন্ত্রী বলেন, অশান্তির বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ, আজকে কেন আমাদেরকে শান্তির সমাবেশ করতে হলো তার অর্থ হচ্ছে পাকিস্তানীদের দোসর স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি যখন বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে আমাদের এই শান্তির সমাবেশ।
তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে, মানবতা বিরোধী জ্বালাও পোড়াও করে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ।
মন্ত্রী বলেন, এখন আমাদের কাজ হচ্ছে যারা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করবে, মানুষকে জ্বালাও পোড়াও করবে, ইসলামের নামে অপব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মীরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।
কালের আলো/ডিএসবি/এমএম