ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেফতার
প্রকাশিতঃ 11:36 am | January 06, 2023

ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম (৬৩) কে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ওই জামায়াত নেতাকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: ফারুক হোসেন।
তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ (পাঁচ) দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।
এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বে-আইনী জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্র বিরোধী স্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কোতয়ালি মডেল থানা পুলিশ এই মামলা দায়ের করে।
কালের আলো/এসবি/এমএম